আমাদের জীবন(Life) বড়ই রহস্যময়। এই রহস্যগুলোর মধ্যে অন্যতম একটি হলো স্বপ্ন (dream) । চিকিৎসাবিজ্ঞান এখনো এ সম্পর্কে কোনো সঠিক (clear) ধারনা(idea) দিতে পারেনি যে কেনো(why) আমরা স্বপ্ন দেখি।
স্বপ্ন দেখার কারন কি, মানুষ কেন স্বপ্ন দেখে, মানুষ স্বপ্ন নিয়ে রহস্য , মানুষের স্বপ্ন দেখার আসল কারণ কি , মানুষের স্বপ্ন দেখার কারণ কি , কি কারনে মানুষ স্বপ্ন দেখে , মানুষ কেন স্বপ্ন দেখতে পায় , স্বপ্নের আসল রহস্য কি , মানুষ কিভাবে স্বপ্ন দেখে , স্বপ্ন দেখতে পাওয়ার আসল কারণ ,
স্বপ্ন(Dream) দেখার কারণ:
মনো'বিশারদরা বলেন, স্বপ্ন কোনো বাইরের বিষয় নয়। ভিন্ন কোন জগৎ থেকে স্বপ্ন আসে না ।বরং আমাদের প্রতিদিনের কাজকর্মই আমাদের স্বপ্নের বিষয়বস্তু । এই স্বপ্নকে বিশদভাবে বোঝার পূর্বে আমাদের এটা জানা দরকার যে - আমাদের মস্তিষ্কে(brain) দুইটি ভিন্নধরনের(different) কার্যকলাপ থাকে। একটা হলো চেতন মন(conscious mind), আর আরেকটা হলো অবচেতন মন(sub conscius mind)।
মানুষ যখন জেগে থাকে তখন তার সকল কাজকর্ম, চিন্তা ভাবনা চেতন মন দ্বারা পরিচালিত হয়ে থাকে।আর ঘুমন্ত(sleeping) অবস্থায় সাব কনশাস (অবচেতন) মাইন্ড জাগ্রত থাকে।
আমাদের মস্তিষ্ক কে একটি বিশাল ভাবনার মেশিনরুপে কল্পনা করা যায় যা সবসময়ই কিছু না কিছু নিয়ে ভাবতে থাকে ।
স্বপ্ন বিজ্ঞানী ফ্রয়েড (Froid) এর তত্ত্বমতে – "স্বপ্ন হলো মানুষের গোপন(secret) আকাঙ্খা(want) যা জাগ্রত অবস্থায় মানুষ লালন করে। তবে এখানে মজার বিষয় হলো মানুষ ৯৫% স্বপ্নের কথাই ভুলে যায়। শুধু মনে রাখতে পারে মাত্র ৫% এর কথা।অনেকেই বলে “আমি তো কখনো সপ্ন দেখিনা' ।এর আসল কারনটা হলো তারা তাদের সপ্নের কথা মনে রাখতে পারেনা। ভালো ঘুম হলে স্বপ্নের কথা মনে না থাকাটাই স্বাভাবিক(natural) l
সাধারণত মানুষের ঘুমের দুটি স্তর থাকে- REM (Rapid Eye Movement) অবস্থায় দেখা স্বপ্নগুলো মানুষ সচরাচর মনে রাখতে পারে। অপরটি হলো Non Rapid Eye Movement, এই অবস্থায় দেখা স্বপ্নগুলোর কথা মানুষ মনে রাখতে পারেনা।
আমরা কি চাইলেই স্বপ্ন দেখতে পারি??
না,আমরা চাইলেই স্বপ্ন(dream) দেখতে পারিনা।মূলত এটা হলো আমাদের অবচেতন মনের কিছু বিশেষ কার্যকলাপ যা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রনের বাহিরে(out of controle)।
তবে অনেকসময় আমরা যেটা জাগ্রত অবস্থায় বা আধোঘুম আধোজাগরন অবস্থায় দেখি, সেটাকে ভুল করে অনেকসময় এটাকে স্বপ্ন বলি । কিন্তু, না! এটা মোটেও স্বপ্ন নয়, বরং একে বলে solio বা স্বগতোক্তি'। সহজ কথায় বলতে গেলে এটা হলো নিজের সাথে নিজের কথা বলা বা একধরণের বোঝাপরা ।
যেহেতু মানুষের চিন্তাধারা(thinking) ভিন্ন(different) – তাই কারো সাথে কারো সপ্নের
মিল হতে পারেনা। কেউ হয়তো সুন্দর ভাবনা ভেবে সময়(time) কাটায়, তাই তার স্বপ্নগুলোও হয় সুন্দর,, তবে যাদের মধ্যে' ফোবিয়া থাকে,, তারা ভয়ংকর স্বপ্ন বা দুঃস্বপ্ন(bad dream) দেখতে পারে।
বিজ্ঞানী কেকুলে স্বপ্নের মাধ্যমেই বেনজিনের স্ট্রাকচার পেয়েছিলেন। মেন্ডেলিফ পেয়েছিলেন পর্যায় সারনি (periodic table) । এখন অনেকের মনেই হয়তো এই প্রশ্ন হয় যে আমরা কেনো এমন স্বপ্ন দেখিনা- যা কিনা আমাদেরকেও এরকম রাতারাতি বিখ্যাত করবে? না সেটা দেখা আমাদের পক্ষে সম্ভব নয় কারন অন্য কোথাও বা গায়েবি কোনো জায়গা থেকে কোনো কিছু আমাদের স্বপ্নে আসে না । বরং এটা তাদের ব্রেইন এর ই ফসল। আর আপনি সপ্নে কি দেখবেন তা নির্ভর করবে আপনি আসলে সবসময় কি নিয়ে ভাবছেন(thinking) ।
আজ থেকে আশা করি সবার ভাবনাই অনেক সুন্দর হবে। প্রতিটা দিনই হোক সুনীল' সাগরের অথবা নীলিমার নীল রঙের মতো সুন্দর।
আপনার স্বপ্নের বিষয়বস্তুগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন...
