আরতুগ্রুল গাজী ছিলেন "কায়ি" নামের একটি গোত্রের দলনেতা। "কায়ি" হলো একটি অর্ঘুজ তুর্কি বংশোদ্ভূত যাযাবর গোষ্ঠী । এই যাযাবর গোত্রের প্রধান ছিলেন সুলেইমান শাহ। সুলাইমান শাহের নেতৃত্বগুণে তার গোত্র ছাড়াও সেখানে অবস্থানকারী লোকেরা তার নেতৃত্বের ছায়াতলে আসতে লাগল। সুলেমান সাহের চার ছেলের মধ্যে তিন নম্বর হলেন আর্তগোল
দিরিলিস আরতুগ্রুল" নামের জনপ্রিয় এই তুর্কি সিরিজটি উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানের পিতা আরতুগ্রুল গাজীর জীবনকাহিনীর - উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। আরতুগ্রুল গাজী ইসলামের ইতিহাসে একজন পরিচিত ব্যক্তিত্ব।
Dirilis Ertugrul Bangla Dubbing Dirilis ertugrul season 1
"আরতুগ্রুল গাজী" ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা। মূলত তিনিই অটোমান সাম্রাজ্যের বা উসমানী খিলাফতের ভিত প্রতিষ্ঠা করে যান। আরতুগ্রুল গাজী আনুমানিক (১১৯১-১১৯৮) খ্রিস্টাব্দের কোন এক সময়ে আহালাত শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা-সুলেইমান শাহ ও তাঁর মাতা হলেন -হায়মা হাতুন।
আরতুগ্রুলের বিবাহ হয় সেলজুক সাম্রাজ্যের শাহজাদা নোমানের কন্যা হালিমা খাতুনের সাথে। আনুমানিক ৬৫৭ হিজরিতে আর'তুগ্রুলের একটি পুত্র সন্তান হয় তার নাম রাখা হয় উস'মান খান। তার নামানুসারে তুর্কি বাদশাদের উসমানীয় সুলতান বা অটোমান সুলতান বলা হয়ে থাকে। এরপর ১২৮৭ সালে আর'তুগ্রুল গা'জী মারা যায়। তখন উসমান এর বয়স ছিল ত্রি'শ বছর। তখন সেল'জুক সুলতান, আরতগ্রুলের পর উসমান খানকেই তার স্থলাভিষিক্ত করেন।
এএই সৃষ্টিতে আর্তগোল চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় তুর্কি অভিনেতা এনজিন আলতান।
এই সিরিজটি পাঁচটি সিজনে বিভক্ত এবং সর্বমোট ১৫০ টি ভলিউম রয়েছে ।
দিরিলিস আর্তুগ্রুল সীজন ১:
Dirilis Ertugrul season 1 all volume Bangla dubbed, দিরিলিস আর্তগোল সিজন ১ এর সকল পর্ব- দেখুন, দিরিলিস আর্তুগ্রুল সীজন ১, Dirilis Ertugrul season 1 Bangla dubbing watch and enjoy
