কোনগুলো অর্থ নির্দেশক এবং কোনগুলো মেটা নির্দেশক? এগুলো মনে রাখার শর্টকাট টেকনিক কি ? গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই পোস্টটি পড়লে তোমরা অর্থ প্যারা মেটা-নির্দেশক জীবনেও ভুল করবে না ।
অর্থ প্যারা নির্দেশক মনে রাখার শর্টকাট টেকনিক । মেটা নির্দেশক মনে রাখার শর্টকাট টেকনিক । Ortho para nirdeshok shortcut . Meta nirdeshok shortcut
প্রথমে নিচের এই চারটি মৌলের নাম মুখস্থ কর ।
C, O, N,S
খুব সহজেই কনস (cons) এই ছন্দের মাধ্যমে এই চারটে মৌলের নাম মুখস্ত করে ফেলতে পারবে ।
এখন এই চারটি মৌলের যে কোনো দুটি যদি একসাথে কোনো মূলকে উপস্থিত থাকে তবে সেগুলো মেটা নির্দেশক মূলক ।
যেমনঃ -NO2, -SO3H, -CHO, -COOH, -CN
ইত্যাদি ।
দেখো এই প্রতিটি মূলকেই cons এই ছন্দের দুটি উপস্থিত আছে তাই এগুলো মেটা নির্দেশক ।
আবার যেগুলোতে দেখবে এই cons এর মধ্য থেকে দুটি একসাথে উপস্থিত থাকছে না তাহলে সেগুলো হবে অর্থ-প্যারা নির্দেশক মূলক ।
অর্থ প্যারা নির্দেশক মুখস্ত রাখার ছন্দ । শর্টকাট টেকনিকে মেটা নির্দেশক মুখস্ত । সহজে অর্থ পেরাও মেটা নির্দেশক মুখস্ত করি । Meta nirdeshok shortcut মেটা নির্দেশক মেটা নির্দেশক কোনগুলো মেটা নির্দেশকের নাম ।
কেমন লাগলো আজকের এই মজার টেকনিক ? আশা করি এই শর্টকাট টেকনিকের মাধ্যমে অর্থ প্যারা নির্দেশক ও মেটা-নির্দেশক মুখস্ত করতে পারবে তোমরা ।
