![]() |
| Never search these on google |
প্রযুক্তির এই আধুনিক যুগে গুগোল ছাড়া আমরা এক মিনিট ও চলতে পারিনা।
আমাদের মনে কখনো কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা এলেই আমরা তখন গুগলে সার্চ (Google search) করি। কিন্তু মাঝেমধ্যে অনেক সময় গুগলে খুব অদ্ভুত জিনিস সার্চ করে নেটিজেনরা।
তবে এমন কিছু জিনিস বা বিষয় রয়েছে যা আপনার গুগলে মোটেই অনুসন্ধান করা উচিত নয়। এগুলো সার্চ করে আপনার বড়সড় ক্ষতি'র আ’শঙ্কা রয়েছে। আবার এমন কিছু বিষয় রয়েছে যেগুলো যদি আপনি কখনো সার্চ করেন তাহলে হয়তো আপনাকে জেলে যেতে হতে পারে। আসুন জেনে নেই সেগুলো কি কি যেগুলো কখনোই গুগলে সার্চ করা উচিত নয় (things you shouldn't search on Google)……
১. ভুল করেও গুগলে বো’মা বানা'নোর কোনও উপায় কখনোই খুঁজতে যাবেন না। আপনি যদি তা search করেন তবে আপনাকে জে’লে যেতে হতে পারে। বো’মা' বানানোর পদ্ধতি সার্চ করার সাথে সাথেই গুগোল আপনার আ’ইপি অ্যা’ড্রেস দেখে আপনার দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে পাঠিয়ে দেবে। আর তারা আপনার নাম'টি ক্রিমি'নাল লিস্টে রেখে দেবে অথবা সঙ্গে সঙ্গেই অ্যা’কশন নেওয়া হবে আপনার বি’রু'দ্ধে। যার ফলে আপনাকে দীর্ঘমেয়াদি কা’রাদণ্ড ভোগ কর'তে হতে পারে।
২. পাশাপাশি আপনার শরীর খারা'প হলে কখ'নোই গুগলে ওষু'ধ খুঁজবেন না। গুগলের সার্চ রেজাল্টে আসা ওষু'ধ খেয়ে আপনি আর'ও গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই এসব বিষয়ে গুগলের ওপর ভরসা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
গুগলে কখনো এই জিনিসগুলো সার্চ করবেন না, গুগলে এগুলো সার্চ করলেই পুলিশ গ্রেফতার করবে, গুগলে যেগুলো সার্চ করা নিষিদ্ধ , গুগলে এই জিনিসগুলো সার্চ করা উচিত নয় ,
